Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
জেলা জাপার প্রতিনিধি সভায় বক্তারা

জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক

দেশের জনগণ আ’লীগ আর বিএনপির শাসন দেখেছে। তাদের কথা আর কাজের সাথে কোন মিল নেই। তাই দেশের জনগণ বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। দেশের জনগণের চাহিদা মেটাতে হলে আগে দরকার দলকে শক্তিশালী করা। এ জন্য শুধু দলে জনশক্তি বাড়ালে হবে না পাশাপাশি দলের শৃংখলা ধরে রাখতে হবে। দেশে ধর্ষণ আজ মহামারি আকার ধারণ করেছে।

শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির জেলা প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় অনলাইলে কথা বলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু।

সভায় প্রধান অতিথি ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা, প্রধান বক্তা ছিলেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু। জেলা জাপার সাঃ সম্পাদক এম হাদিউজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, কৃষক পার্টির কেন্দ্রীয় সাঃ সম্পাদক লিয়াকত হোসেন চাকলাদার, জাপার সাংগঠনিক সম্পাদক এড. জহিরুল হক, জাপার কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম এ আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এড. ফায়েকুজ্জামান ফিরোজ, হুমায়ুন কবির শাওন, এমদাদুল হক, মহানগর জাপার আহবায়ক এড. মঞ্জুরুল আলম, সদস্য সচিব আলহাজ্ব মোশারেফ হোসেন। সভাপতিত্ব করেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন