বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

খুলনায় নাশকতা মামলায় বিএনপি ১৪ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

নাশকতা মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আশিকুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মাওলা জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ নগরীর সোনাডাঙ্গা ও হরিণটানা থানায় পৃথক দুটি মামলা করে। ওই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিন শেষে তারা মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় জামিন আবেদন করা হলে বিচারক ওই ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন