শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবা‌দে খুলনায় জামায়া‌তের মি‌ছিল

গেজেট ডেস্ক

বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১৯ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা ঘোষণার প্রতিবাদে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার ও জামায়া‌তের আমীর ডাঃ শফিকুর রহমানের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী খুলনা নগরীতে আজ শনিবার বিক্ষোভ মিছিল ক‌রে‌ছে।

সংগঠ‌নের এক ই-মেইল বার্তায় জানা‌নো হয়, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর থানা আমীর আবু রাইসা, সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারী মুহাম্মদ শহীদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সেক্রেটারী মোঃ মাহ্ফুজুর রহমান, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী অফিস সেক্রেটারী আরাফাত হোসেন মিলন, দৌলতপুর থানা সহকারী সেক্রেটারী মোশাররফ আনসারী, জামায়াত নেতা আক্তারুজ্জামান সুমন, আলী হায়দার প্রমূখ।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এ্যাডঃ হেলাল বলেন, মধ্যবিত্ত ও দরিদ্র জনগণকে অর্থনৈতিকভাবে শোষণ করার জন্যই সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ মাসের ১ জানুয়ারী থেকে প্রতি ইউনিট ১৯ পয়সা বৃদ্ধি কার্যকর করার যে ঘোষণা সরকার দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে মধ্যবিত্ত ও দরিদ্র জনগণের এমনিতেই নাভিশ্বাস উঠেছে। তার উপর আবার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে সরকার জনগণের মাথায় বোঝার উপর শাকের আটি চাপিয়ে দিয়েছে। যেখানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোন যুক্তি নেই।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন