শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

দল থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ

গেজেট ডেস্ক

স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে শনিবার রাতে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক নেতাকর্মীদের আবেদন গ্রহণ করে হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন