বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কানায় কানায় পূর্ণ সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ

গেজেট ডেস্ক 

রাত পোহালেই সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ। এরইমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে ঢুকছে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। প্রস্তুত সমাবেশ মঞ্চ। সমাবেশে আসা নেতাকর্মীরা উৎসবে মেতেছে। রাত্রিযাপনের জন্য তৈরি করা ক্যাম্প থেকে ভেসে আসছে দলীয় গান। গানের তালে তালে নাচছে কেউ কেউ। এদিকে স্থানীয় নেতাকর্মীরা মাঠের মধ্যে দলবদ্ধ হয়ে মিছিল করছে। মানুষের চাপ সামলাতে না পেরে অনেকেই সমাবেশস্থলের পাশে সড়কের উপর অবস্থান নিয়েছে। কেউ কেউ আড্ডা আর খোশগল্পে মেতে উঠেছে।

নেতাকর্মীদের উৎসাহ দিতে মাঠে প্রবেশ করেছেন কেন্দ্রীয় নেতারা। রাত ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঠে আসার কথা রয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশ আগামীকাল সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন