শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বিপ্লবী কমিউনিস্ট লীগের খুলনা মহানগর কমিটি ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, খুলনা শহর শাখা কমিটির এক সভা কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৭ অক্টোবর খুলনা শহর শাখা প্রাথমিক কমিটি গঠন, ৮ অক্টোবর সোনাডাঙ্গা থানার প্রাথমিক কমিটি গঠন, ১৫ অক্টোবর ৫নং ও ৭নং ঘাট শাখার প্রাথমিক কমিটি গঠন এবং ২১ অক্টোবর খুলনা শহর প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিন খুলনার মহানগর কমিটি গঠন করার সিদ্ধান্ত করা হয়।

উপস্থিত ছিলেন মোস্তফা খালিদ খসরু, সঞ্জয় দফাদার,স্বদেশ রায়, হাসান মাহামুদ ও রাইদুল ইসলাম।

সভায় বর্তমান ভোগ্যপন্যের দাম বৃদ্ধি এবং নতুন করে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিল মিটিংয়ে পুলিশের হয়রানী ও গনতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠার জন্য আহবান জানানো হয়।

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন