শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান

গেজেট ডেস্ক

এস এম জিলানীকে সভাপতি এবং রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ইয়াছিন আলীকে সিনিয়র সহ-সভাপতি এবং সাইফুল ইসলাম ফিরোজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে দ্বায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা আংশিক কমিটির সভাপতি হিসেবে শফিউদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখা আংশিক কমিটিতে মো. আনোয়ার হোসেনকে সভাপতি, আজিজুর রহমান মোসাব্বিরকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফরিদ হোসেনকে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় আজ রোববার এ তথ্য জানান হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন