Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইসলামী আন্দোলনের গোয়ালখালী মাদ্রাসার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের গোয়ালখালি মাদ্রাসার শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টায় গোয়ালখালী জা’মিয়ার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হিসেবে মাওলানা রশিদ আহমাদ, সহ সভাপতি হিসেবে মুফতি আব্দুর রহিম, মাওলানা আব্দুস সামাদ ও মুফতি মুশতাক আহমাদকে সেক্রেটারী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়ালখালী মাদ্রাসা শাখার কমিটির নাম ঘোষণা করেন।

মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমীর, জা’মিআর মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

প্রধান বক্তা ছিলেন নগর সভাপতি মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নগর সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান।
সভাপতি মাওলানা রশিদ আহমাদ, সহ সভাপতি মুফতি আব্দুর রহিম, মাওলানা আব্দুস সামাদ, সেক্রেটারি মুফতি মুশতাক আহমাদ।

সভায় উপস্থিত মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি আব্দুল আজিজ, মুফতি নাইমুর রহমান, মুফতি নাজমুল ইসলাম, মুফতি আব্দর রহমান মিয়াজি, মাওলানা আব্দুল মান্নান, মুফতি আনোয়ার, মাওলানা আরিফুর রহমান, মুফতি সালাউদ্দিন, মুফতি হুসাইন আহমাদ, মাওলানা রইচ, মুফতি আবু রায়হান, হাফেজ ইসমাঈল, মাওলানা জাকারিয়া, মৌলভী হারুন অর রশিদ, হাফেজ মাহাবুব, মাওলানা আব্দুর কাদের প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন