শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২
খুলনায় নাগরিক ঐক্য’র সভায় নেতৃবৃন্দ

গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করতে জোনায়েদ সাকি’র ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্য আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেছেন, দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করার জন্য জোনায়েদ সাকি’র ওপর হামলা করা হয়েছে। এ হামলা দেশের সচেতন বিবেক থমকে গেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হামলাকারীদের জবাব দিতে হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

আজ শনিবার বিকেলে স্যার ইকবাল রোড এলাকায় নাগরিক ঐক্য আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ একথা বলেন। নাগরিক ঐক্য’র সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম ও গণসংহতি আন্দোলনের খুলনা জেলা শাখার আহবায়ক মুনির চৌদুরী সোহেল।

আলোচনায় অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল প্রশিক্ষক মোঃ মোস্তাকুজ্জামান, এ্যাড. মোঃ খালিদ হোসেন ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ।

অনুষ্ঠানের শেষপর্বে এ্যাড. মোঃ খালিদ হোসেন, আনোয়ারা জামান ও আয়েশা খাতুন নাগরিক ঐক্যে যোগদান করেন।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন