বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাবেক ছাত্রদল নেতা চঞ্চলের মায়ের ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মরহুম শহীদ ওহিদুজ্জমান চঞ্চল এর মাতা বেগম বদরুন্নেছা (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১ মে) সকাল ৭টায় নগরীর মুসলমান পাড়া ক্রস রোড়স্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

জোহরবাদ মুসলমান পাড়া দারুল উলুম জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে বসুপাড়া সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানায়ায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছাত্রনেতা মরহুম শহীদ ওহিদুজ্জমান চঞ্চল এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপির সাবেক নেতৃবৃন্দ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন