বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

৭ মার্চ উপলক্ষে খুলনা মহানগর আ.লীগের কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ বিস্তারিত কর্মসুচি গহণ করেছে।

কর্মসুচির মধ্যে রয়েছে, দলীয় কার্যালয়ে আলোকসজ্জাকরন, ৭ই মাচ সকাল ৭.০০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। বিকাল ৫.০০ টায় শহীদ হাদিস পার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচি যথাযথ মর্যাদায় সফল করার লক্ষ্যে খুলনা মহানগর, মহানগর অন্তগত সকল থানা ও ওর্য়াডের সকল নেতৃবৃন্দদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র  তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম. ডি. এ বাবুল রানা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন