বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনা মহানগর বিএনপির আহবায়ক মনা, জেলায় এজাজ

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা ও মহানগর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খুলনা মহানগরে এড. শফিকুল আলম মনা এবং জেলায় আমির এজাজ খানকে আহবায়ক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খুলনা মহানগর কমিটিতে তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া খুলনা জেলা বিএনপি’র কমিটিতে আবু হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করা হয়েছে।

অপরদিকে একই বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে গোলাম জাকারিয়াকে আহবায়ক, এড. রফিকুল ইসলাম টিপুকে সিনিয়র আহবায়ক এবং রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন