বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে

শনিবার খুলনায় বিএনপির গণঅনশন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলের খুলনা জেলা ও নগর শাখা কেন্দ্রের অনুকরণে গণঅনশনের কর্মসূচি আহবান করেছে। দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেছেন, দলীয় প্রধানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। বিশিষ্টজনেরাও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি তুলেছেন। তাতেও সরকার কর্ণপাত করছেন না। এটা অমানবিক। চিকিৎসার প্রশ্নে অন্যান্য নাগরিকের মতো বেগম খালেদা জিয়ারও বিদেশ যাওয়ার অধিকার রয়েছে। গণদাবিকে উপেক্ষা করায় দল বাধ্য হয়েছে গণঅনশন কর্মসূচি আহবান করতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু উল্লেখ করেছেন, দলীয় কার্যালয়ের সামনে শনিবার সকাল ৯-বিকেল ৪ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। জেলা শাখার সভাপতি শফিকুল আলম মনা এ কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

নগর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মাদ মনিরুজ্জামান মনি খুলনা গেজেটকে জানান, সকল প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেছেন দলের এ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কোন ক্রমেই অসহযোগিতা করবে না। তিনি বলেন, এখন দলীয় প্রধানের বিদেশে চিকিৎসার বিষয়টি গণদাবিতে পরিণত হয়েছে। মৌলিক অধিকার নিশ্চিত করতে অবশ্যই তাকে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন