Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা ৩১ অক্টোবর রবিবার সকাল ১০টায় মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত আগামী ৩০ ডিসেম্বর এর মধ্যে সকল জেলা ও মহানগর দল পুর্নগঠন করতে বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমকে দেয়া নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবর খুলনা বিভাগের ৭ জেলায় নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক ভাবে সাংগঠনিক সভায় মিলিত হবেন।

সকাল ১০টায় শুরু হয়ে ৭ জেলায় একঘন্টা করে পর্যায়ক্রমে প্রথম যশোর তারপর থেকে চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ ও বাগেরহাট জেলার নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত থেকে বিভাগীয় সাংগঠনিক সভায় ভবিষ্যৎ কর্মপন্থা ও দুই মাসব্যাপী সূচিপত্র তৈরীতে জেলা নেতৃবৃন্দকে সহয়তা করবেন।

খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হবে। ৭ জেলা থেকে জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কদের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র: খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন