Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক

পুলিশের বাঁধার মুখে খুলনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষি অনুষ্ঠান বিঘ্নিত হয়েছে এমন অভিযোগ বিএনপি ও যুবদল নেতাদের।

সকালে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে কর্মসূচি পালনের লক্ষ্যে মঞ্চ নির্মাণ শুরু হয়। কিছু সময় পর খুলনা থানা পুলিশ এসে মঞ্চ ভেঙ্গে দেয় এবং নির্মাণ সামগ্রী ও বিপুল পরিমাণ চেয়ার আটক করে থানায় নিয়ে যায় বলে জানান তারা।

বিএনপি ও যুবদল নেতারা অভিযোগ করেন, প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনের জন্য নির্ধারিত সময়েই মেট্রোপলিটন পুলিশের দফতরে লিখিত আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে ফোন করে রাস্তায় কোন ধরনের কর্মসূচি পালন করা যাবেনা বলে জানানো হয়। এরপর আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলি। তারা সাফ জানিয়ে দেন, ওপর থেকে নির্দেশ আছে। পার্টি অফিসের অভ্যন্তরে ঘরোয়া ভাবে কর্মসূচি পালন করতে বলা হয়। যুবদল নেতাদের অভিযোগ, কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছিল। সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে ওয়ার্ড, থান, ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালানো হয়েছিল। কিন্ত প্রশাসনের অসহযোগিতার কারণে কর্মসূচি বাঁধাগ্রস্থ হলো।

বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। ইবাদুল হক রুবায়েদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, সুলতান মাহমুদ, মুর্শিদ কামাল, শেখ সাদী, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন প্রমুখ। সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন