Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ত্রি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করেছে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দৌলতপুর কুলিরবাগার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ।

বর্ধিত সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ নভেম্বর’২১ খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটির সিদ্ধান্তসমূহ যথাযথ ভাবে পালন করে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই সম্মেলন সকলের জন্য মাইল ফলক হিসেবে থাকবে।

নেতৃবৃন্দরা আরও বলেন, একটি গতিশীল কমিটি গঠনের মাধ্যমে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। দেশের বিরুদ্ধে সকল অপতৎপরতা রুখে দিতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ অগ্রণী ভূমিকা রাখবে।

বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলী, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম.এ. নাসিম, সম্মেলন সফল করার লক্ষে গঠিত প্রচার উপ-কমিটির আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম রব্বানী টিপু ও মোঃ জিলহাজ্ব হাওলাদার।

দৌতলপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলাম নবী’র পরিচালনায় বিশেষ বর্ধিত সভা অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, মোঃ নাসির উদ্দীন, শাহিদুল শিকদার সিহাব, কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ আসিফ সবুজ, মুন্সী শামিন, মামুন দাস, ইব্রাহীম গাজী, মোঃ ফরহাদ হোসেন, মামুন শেখ, মেহেদী হাসান সোহাগ, শরিফুল ইসলাম বাবু, সুব্রত মিস্ত্রী, রানা গাজী, লোকমান সরদার, নাসির উদ্দীন, সিরাজুল ইসলাম অপু, আরিফ প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন