Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৭ অক্টোবর, খুলনায় যুব সমাবেশের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ শে অক্টোবর বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর যুবদল। বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে রবিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগর।

প্রস্তুতি সভায় জানানো হয় আগামী ২৭ শে অক্টোবরের যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এছাড়া মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নগর যুবদলে সহ-সভাপতি জাহিদুর রহমান রিপন, মোঃ আলী হোসেন, মফিজুর রহমান মুক্ত, মঞ্জুরুল সৌরভ, রফিকুল টিটু, আলতাফ হোসেন, মাহাবুব বাবুল, খান ইমরান আহমেদ, জাকির হোসেন, মেহেদী সোহাগ, রবিউল ইসলাম রুবেল, গোলামূন নবী ডালু, ইয়ারুল সবুজ, আশরাফুল সেতু, আব্দুল আলিম, মুশফিক মিলন, হাফিজুর রহমান, মোঃ আসাদ, রবিউল ইসলাম, মোঃ মিলন, শেখ সুমন, বাবু, হাসান, কামরুজ্জামান টুকু, রুহুল, র‌্যাব সেলিম, জাকির হোসেন, লিটু, ফেরদাউস, ইয়াকুব, রাজু, মাসুম ও দবির প্রমুখ।সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন