বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

তৃতীয় ধাপে খুলনার ৭ ইউপিতে আ’লীগের প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনার ৭ ইউপিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

প্রার্থীরা হলেন- তেরখাদা উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণ মেনন রায়, বারাসাত ইউনিয়নের কেএম আলমগীর হোসেন, সাচিয়াদাহের মো. বুলবুল আহমেদ, তেরখাদার এফএম অহিদুজ্জামান, ছাগলাদাহ আব্দুল শুকুর শেখ, মধুপুরে মো. মোহসিন এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে সাধন অধিকারী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন