Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
খুলনা জেলা কমিটির উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালিত

‘সালাউদ্দিন ইউসুফ ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী’

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেছেন, মরহুম সালাউদ্দিন ইউসুফ ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছিল। আমরা সালাউদ্দিন ইউসুফ এর নীতি অনুসরণ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের শপথ।

তিনি আজ বিকেলে মরহুম সালাউদ্দিন ইউসুফের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃন্দ যথাক্রমে অধ্যক্ষ দেলোয়ারা বেগম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, মোকলেছুর রহমান বাবলু, কাজী শামীম আহসান, হালিমা ইসলাম, মোঃ খায়রুল আলম, অমিয় অধিকারী, হোসনে আরা চম্পা, অজিত বিশ্বাস, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, আমিরুল মোমেনীন রানা, তানভীর রহমান আকাশ, শেখ মোহাম্মদ রাসেল, খাইরুল বাশার, মইনুল ইসলাম মঈন, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ মন্ডল, নীলমণি, আব্দুল খালেক স্বাধীন, আরিফ হোসেন খান, অরণ্য সৌরভ, সুমন মন্ডল, রুবেল, জিহাদ, তনময়, রাশেদ, আজিজুল প্রমূখ।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন