Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিকেলে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন, ছাড়তে পারে বিএনপির জোট

গেজেট ডেস্ক

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিয়ে দলীয় অবস্থান ব্যক্ত করতে আজ সংবাদ সম্মেলনে আসছে জোটের শরিক খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলবে দলটির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মজলিসের অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল বলেন, সংবাদ সম্মেলনে আগে আমাদের দলের বৈঠক আছে। সেখানে জোটে থাকা, না থাকার বিষয়ে আলোচনা হবে। তারপর এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

পুরানা পল্টনের কালভার্ট রোডে সিগাল রেস্টুরেন্টে (লিফট-১২, হোসাইন টাওয়ার, ১১৬, নয়া পল্টন) ব্রিফিং করা হবে।

মজলিস সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন ডাকা হয়েছে। এ অধিবেশনেই জোট ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক বলেন, বৈঠক সবার মতামতে সিদ্ধান্ত হবে। আমারা ২০ দলীয় জোটে থাকব নাকি বেরিয়ে আসব। আসলে দীর্ঘদিন তো ২০ দলীয় জোট নিষ্ক্রিয় হয়ে আছে।

এর আগে ২০১৬ সালের ৭ জুন ২০ দলীয় জোট ছেড়ে যায় মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। ২০১৮ সালের ২৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে যায় লেবার পার্টি। ২০১৯ সালের ৬ মে ২০ দল ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির আন্দালিব রহমান পার্থ। সবশেষ গত ১৪ জুলাই জোট ছেড়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন