Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

‌নিজস্ব প্রতি‌বেদক

আসন্ন ইয়নিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জনগনের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত এবং নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনসহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা, নির্বাচনে সহিংসতা, ও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং কেন্দ্র দখলের মত ন্যক্কারজনক ঘটনার যেন পূনরাবৃত্তি না ঘটে সেজন্য নির্বাচন কমিশনের সক্রিয় ও সর্বোচ্চ দায়িত্ব পালনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ,শেখ জামিল আহমেদ, সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সহঃ সংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম সহঃ প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহঃ অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সহঃ দপ্তর সম্পাদক এস কে নাজমুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুফতি হিলালুদ্দীন শিকারি, জিএম নওশের আলী, হাফেজ মোঃ মইনুদ্দিন , মুক্তিযোদ্ধা মোঃ রওশন আলী, মাওলানা আশরাফ আলী, মোঃ নুরুল হুদা সাজু ,মোঃ ইসমাইল হোসেন, ডাক্তার ওমর ফারুক প্রমুখ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন