নজরুল আমার পথের দিশা

সন্দ্বীপ কুমার ঘোষ

সাম্যের কবি সৌহৃদ্যের কবি
মানবতার কবি নজরুল
হারিয়ে গেছে দুর পারাবার
গান গাহে না আর বুলবুল!

বড় অভিমানে চলে গেছে কবি
বড় দুঃখ নিয়ে দুখু মিঞা
কালির কলম তার দূর্দান্ত মাতাল
সাহিত্য অঙ্গনে রয়েছে উৎফুল হিয়া।

হারিয়ে গেছে চিরতরে কবি
রেখে গেছেন তার সৃষ্টির সবি
ঝাঁকড়া চুলের বাবরী দোলানো
রয়ে গেছে তার অমর ছবি।

ঐ দুর আকাশে শুকতাঁরা হয়ে
রয়ে গেছেন কবি তাঁরার মেলায়
এভাবে যতদিন ছিলেন তিনি
কাটিয়েছেন দূর্দান্ত অভিমানে হেলায়।

বুঝতে তিনি দেন নাই কভু
দুঃখ তাড়িত তার জীবন
নাম তার কবি নজরুল
বিদ্রোহী নামে ঘুরছে ভূবন।

সৃষ্টি সুখের উল্লাসে কবি
ছিলেন ধরায় নিমগ্ন
যার স্মৃতি ধরে আছি আমরা
আছি সাথী হয়ে কৃতজ্ঞ।

তার পথ ধরে চলেছি ভুবনে
তার সাম্যের গুনগানে হয়ে মত্ত্ব
তার কাছে চিরঋণী আমরা
আজও বুঝিনি তার দেহ তত্ত্ব!

তার পথ ধরে চলেছি আমরা
পেতে তার মধুময় সৌরভ
সত্যের কবি সাম্যের কবি
ছড়িয়েছেন তিনি কবিত্বের গৌরব।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন