Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আর্তনাদ

জয়ন্তী দেব সিকদার

প্রকৃতির আর্তনাদ শুনতে কি পাও?
সে যেন বলছে ডেকে
হোয়ো না নির্মম আর
বন্ধ করো তোমাদের
যত কিছু স্বেচ্ছাচার
দেখতে কি পাওনা, পৃথিবীর
বুক চিরে বেরিয়ে আসছে
সমুদ্র মন্থন শেষের যত হলাহল
আকাশে বাতাসে ভরে আছে
তার সেই বিষাক্ত রোষানল।

লক্ষ লক্ষ মৃত্যুর মিছিল
করে নাকি স্পর্শ মনের ভিতরে ?
এতোই কঠিন হোয়েছে হৃদয়
পুড়ছো হিংসার দাবানলে ?
এমন ভাবে পাবে না কেউ জয়
সবাইকে ভালোবাসতে শেখো
ভালোবাসার মন্ত্র শেখো
তবেই আসবে জয়।
নইলে তুমি ধ্বংস স্তূপে
দাঁড়িয়ে দেখবে তোমার
নিজের পরাজয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন