Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অন্বেষণ

জয়ন্তী দেব সিকদার

ভালোবাসা উঁকি দিয়ে যায়
মনের জানালা দিয়ে।
অপেক্ষারা অপেক্ষায় থাকে চিরকাল।
তারা ভরা নীলাকাশ দূর থেকে
মুচকি হাসে তাই দেখে।
পূর্ণিমার চাঁদ জোছনা হয়ে
লুটোপুটি খায় মনের আঙিনায়।
তাই দেখে ভালো লাগায়
ভরে ওঠে মন।
কবির কল্পনা জাগে মনে
প্রাক্তন হতে চাইনা কখনো
সাগরের ঢেউ ওঠে বুকে
আছড়ে পড়ে মনের কিনারে।

কি যায় আসে
কি পেলাম আর কি পাইনি ভেবে।
ভালোবাসা মনের জানালা ধরে
থাক না দাঁড়িয়ে।
তারারা হাসুক না মুচকি হাসি
আমি আজও আছি নিজের
মনের গভীরে।
খোলা আকাশের নীচে আমি
আর নির্জনতা একাত্ম হয়ে
করে চলি ভালো লাগার অন্বেষণ।।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন