শাপলা ফুল

এ.কে.এম. সামছুল আলম

রংবেরঙের শাপলা ফুল
ফুটছে বিলের জলে
মৌমাছিরা করছে খেলা
ফুলের উপর পাখা মেলে।

পাপড়ি খুলে ফুলেরা সব
উঁকি মেরে থাকে
তাই-না দেখে কিশোরীরা
মনের সুখে খেলে।

একটা দুটো শাপলা তুলে
গাঁথে সুন্দর মালা
গলায় দিয়ে শাপলার মালা
বেজায় তারা খুশি।

মনের খুশিতে গায়- যে গান
তা ধি না ধিন ধিন।

হঠাৎ কিছু দুষ্ট ছেলে
আসে বিলের জলে
শাপলা গুলি নষ্ট করে
সাঁতরে ওঠে তীরে
উভয় পক্ষ দিকবিদিকে
করে ছুটোছুটি
আনন্দ আর বৃষ্টির মাঝে
করে লুটোপুটি।

এমনি করে গাঁও-গ্রামে
কাটতো ছেলে বেলা
সে দিন গুলি জীবন হতে
হারিয়েছে সাজ বেলা।

খুলনা গেজেট/এমএম 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন