Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্রাবণের দিন

মুর্শিদা আকতার রনি

শ্রাবণ সন্ধ্যা ঘনিয়ে এলো
বয়ে গেল যে বেলা
অঝোর ধারায় ঝরছে বরষা
আমি যে একেলা।

লাজুক ছায়া বনের তলে
আলোরে ভালোবেসে
পাতা সে কথা ফুলেরে বলে
ফুল তা শুনে হাসে।

একলা বসে ঘরের কোণে
ভাবি শুধু আপন মনে
লজ্জা রাঙা গাঁয়ের বধূর
কলসি কাঁখে চলা।

হৃদয় মাঝে ঢেউ জেগেছে
খু্ঁজে না পাই কূল
মৌয়ের গন্ধে প্রাণ ভরে যায়
ফুটলো বনে ফুল।

মন আকাশে উড়ে বেড়ায়
হয়ে মেঘের ভেলা
বধূর পানে হারাই আমি
প্রাণটাযে উতলা।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন