শ্রাবণের দিন

মুর্শিদা আকতার রনি

শ্রাবণ সন্ধ্যা ঘনিয়ে এলো
বয়ে গেল যে বেলা
অঝোর ধারায় ঝরছে বরষা
আমি যে একেলা।

লাজুক ছায়া বনের তলে
আলোরে ভালোবেসে
পাতা সে কথা ফুলেরে বলে
ফুল তা শুনে হাসে।

একলা বসে ঘরের কোণে
ভাবি শুধু আপন মনে
লজ্জা রাঙা গাঁয়ের বধূর
কলসি কাঁখে চলা।

হৃদয় মাঝে ঢেউ জেগেছে
খু্ঁজে না পাই কূল
মৌয়ের গন্ধে প্রাণ ভরে যায়
ফুটলো বনে ফুল।

মন আকাশে উড়ে বেড়ায়
হয়ে মেঘের ভেলা
বধূর পানে হারাই আমি
প্রাণটাযে উতলা।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন