ভাসান উৎসব

মাজরুল ইসলাম, মুর্শিদাবাদ

গণচিতার লেলিহান শিখা
ছুঁয়েছে আকাশ,
তবুও থামেনি ভাসান প্রতিযোগিতা।

জনজীবন মূল্যহীন, গণতন্ত্র উৎসব আগে
নতুন মুখে নতুন গানে
নেচে গেয়ে বিভোর ?

রোগী, রোগীর স্বজন
দুয়ারে দুয়ারে ঘুরে অক্সিজেন, কোভিড ভ্যাকসিন কিংবা লাশের প্রত্যাশায়, আর
এদিকে রাজ্য জয়ের নীল নক্সা হাতে হাতে।

ওদের পায়ের আলতা ধুয়ে যাবে
তাই, ভাসান উৎসব জারি থাকে।

গণতন্ত্রী কোকিলের মতো কেউ গাইতে জানে না
কেউ না, কেউ না …

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন