বাউল মন

জয়ন্তী দেব সিকদার

আমার মন তরী ধায়
আপন মনে,
পাল তোলে তার বাউল মন।
দাঁড় টানে তার আকুল হৃদয়
গান গেয়ে যায় সর্বক্ষণ।
কোথায় যাবে থামবে কখন
হিসাব যে তার রাখে না মন।
চলতে হবে তাই সে চলে
গাইতে হবে তাই সে গায়।
আমার মন জানেনা মনের হদিস
কেমন করে পাবো গো আমি
পাগল পারা মনের ঠাঁই?

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন