Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

একটা মানবিক দলিল চাই

মিজানুর রহমান তোতা

আমি জমির দলিল চাই না
গাড়ি বাড়ি চিরস্থায়ী বন্দোবস্তের দলিলও চাই না
কোন সম্পদেরই দলিল চাই না, সত্যিই চাই না
তবে একটা দলিল চাই
সেটি মানবিক দলিল
দলিলে থাকবে সমাজ বিনির্মাণের দিক নির্দেশনা
নতুন মানবিক দুনিয়া গড়ার স্বপ্ন।

প্রকৃতির স্বাভাবিক ছন্দে চলবে
মানবিক মূল্যবোধ জাগ্রত করবে
মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে
সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে

শুনবো মন ছোঁয়া বর্ণময় জীবন কাহিনী
সমাজের জঞ্জাল সাফ বন্ধ হবে হানাহানি
কারো ব্যক্তি স্বাধীনতায় আঘাত হানবে না কেউ
বিরোধ বিতর্কের উর্ধ্বে উঠাবে সুখ শান্তি সৌহার্দ্যরে ঢেউ।

দলিলের দাতা থাকবে মানুষ, গ্রহিতাও থাকবে মানুষ
সাক্ষর করবে বিবেক, সাক্ষী হবে নৈতিকতা
সেই রকম দলিল চাই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন