পৃথিবীর জন্মদিন

জয়ন্তী দেব সিকদার

জন্ম থেকে জন্মান্তর হেঁটে চলি।
খুঁজে ফিরি পৃথিবীর বয়স।
খবর রাখেনি কেউ
সবাই অতিথি এখানে।
নিত্য নতুন স্বপ্ন নিত্য নতুন আবিষ্কার,
নিত্য নতুন জল্পনা কল্পনা কত কিছু,
শুধু জানেনা কেউ পৃথিবীর বয়স।

পৃথিবীর উঠোনে আসা যাওয়া
পৃথিবীর কোলে বড়ো হওয়া খেলা করা।
তারই কোলে চিরদিনের
মতো মিশে যাওয়া।
তারই খবর রাখেনি কেউ
কবে সে জন্মেছিল
পালন করেনি কেউ তার জন্মদিন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন