Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বঙ্গবন্ধুর দেশ প্রেম

শেখ শহীদুল্লাহ্ আল আজাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব,
তুমি ছাড়া নেই তো কেহ
এই বাংলার সত্য প্রেমিক।
তোমায় ছাড়া যায় না ভাবা
এই বাংলার স্বাধীন জাতি।
বঙ্গবন্ধু শেখ মুজিব,
তোমার তুলনা শুধুই তুমি।
তোমায় স্মৃতি বিনম্র শ্রদ্ধায়
স্মরণ করছে বীর বাঙালি।
১৭ মার্চ জন্ম তোমার গোপালগঞ্জের টুঙ্গিতে
তুমি ছাড়া নেই তো কেহ,
বাধার পাহাড় ভাঙ্গাবে কে।
তুমি দেশ, তুমি রত্ন, তুমি সেই সত্যি প্রেমিক
তুমিই সেই শেখ মুজিব।
তোমার শাসন তোমার ভাষণ
তুমিই শুধু তুলনাহীন।
শতবর্ষ পেরিয়ে গেলেও তোমায় স্মরণে বীর বাঙালি
হাজার বছরেও শেষ হবে না,
পিতা তোমার সে সব স্মৃতি।
এই সে জাতি, সেই সে জাতি, যারা তোমার স্মৃতি ভুলে নায়।
তোমার স্মৃতি মুছতে গেলেও,
তা রয়ে যাবে বীর বাঙালির স্মৃতির পাতায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব,
দেশ কে তুমি করলে সজীব।
তুমি ছাড়া নেই তো কেহ,
সত্যিকারের বাংলা প্রেমিক।
আজ তোমার স্মৃতি রেখেছে ধরে,
বীর বাঙালির প্রজন্ম।
আজ তোমায় স্মরণ করে এই বাংলার সকল কাজে।
তোমার স্মৃতি ভুলতে দেইনি,
তোমার লেখা সেই অসমাপ্ত আত্মজীবনী।
তোমার শত রেখে যাওয়া কর্ম,
সফলতা প্রবাহিত হোক ওই বাংলায়,
তোমার কর্ম করতে প্রকাশ সকল সফলতা।
আমাদের মাঝে কাজ করে চলেছেন
তোমারী উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন