নতুন ভোর

জয়ন্তী দেব সিকদার

এসেছে নতুন ভোর
রবির কিরণে ফোটাতে নতুন কলি
ফুলেরা আবেশে চেয়ে থাকে
আকাশ পানে
নতুন আলোর স্পর্শ পাবে বলে।
পাখিরা ওঠে যে জেগে
ভোরের রাগিনি শুনে।
যেতে হবে যে অনেক দূরে
জীবনের সন্ধানে।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন