Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফাল্গুনীর উল্লাস নাচন

মিজানুর রহমান তোতা

ফাল্গুনী,
তোমার উল্লাসের নাচন দেখতে বসে আছি
বাহারী শাড়ি পরে ঠোঁট রাঙিয়ে
খোঁপায় হলুদ ফুলের বেনী গুজে নাচবে
আমি দিগন্ত বিস্তৃত পথে গুনগুনিয়ে গাইবো বিবেকী গান।

হাঁটবো, কেউ থাকবে না সাথে
মন ভরে দেখবো নাচো শেষ নাচটা দেখাও
ফাল্গুনীর সন্ধ্যারাতের অন্ধকারকে আলিঙ্গন করেও
তোমার দুষ্টুমী নাচ থামবে না সেরা মুহূর্তের অপেক্ষা পর্যন্ত।

চারপাশের আবছা আলো গিলে খাচ্ছে লোভাতুর রক্তচক্ষু
ধৈর্য্যের বাঁধ ভেঙে বহুদুরে দৃষ্টি এই তো মহাসুখ
খোলামনে প্রকৃৃতির কথা মন দিয়ে শুনছে
নেই কোন কৃত্রিমতা মেকি ভালোবাসা, নেই অন্তরের বিষ।

ফাল্গুনী, মাঘের কাঁপন শেষে এসে জাগালে মনোকাঁপন
উল্লাসের নাচ দেখাতে অগ্নিচাহনী
তবুও ফাল্গুনীর ইশারায় রাঙাসুখের উল্লাসে নাচছি।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন