Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবনদ্বীপে অস্পর্শ প্রেম

মিজানুর রহমান তোতা

লজ্জায় আমার মুখ ফোটে না
জীবনদ্বীপে সেইরকম প্রেম পেলাম না
কানামাছি খেলার মতো একে ওকে ছুঁই সারাক্ষণ সারাবেলা
ধরতে পারি না, ধরা দেয় না
ভাবনার জগতআকাশে যেমন সাদাকালো মেঘের রৌদ্র ছায়া
তেমনই সুখ দুঃখ প্রেম আলো-অন্ধকার খেলায় সব ফাঁকা
আমার প্রেম আশা আকাঙ্খা স্মৃতি বিস্মৃতি স্মরণবেদনায় আঁকা।

জীবনে পরিপূর্ণ কখনোই প্রেম ভালোবাসা আসেনি
অবিচ্ছিন্নপ্রেম দু’হাতে স্পর্শ করে বুক ভরে নিঃশ্বাস নেবো
মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়বো
সেইরকম প্রেম ভালোবাসা জীবনে নিবিড়ভাবে এলো না
কান্না হাসি তামাসা বারেবারে এসেছে ক্ষণিক
পূর্ণতা পায়নি, অপূর্ণতায় দুরাকাশে যায় হারিয়ে
সুখটুকু নষ্ট হয় আকস্মিক ঝড়ে।

কান পেতে হৃদয়ের গান শুনতে দরজা খুলেছি
প্রেমখনির সন্ধানে ছুটে গিয়েও ভেতরে ঢুকতে পারিনি
প্রেমআঙিনার দেয়াল বড়ই কঠিন
গন্ধেই সীমাবদ্ধ থেকেছে, অন্তরঙ্গ মুহূর্তেই লম্বাছুট
শতচেষ্টা করেও প্রেম জুটলো না কপালে
হায়রে প্রেম ভালোবাসা সত্যিই অদ্ভুত অচ্ছুত
পারলাম না স্পর্শ করতে, অস্পর্শ হয় হাত বাড়াতেই।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন