Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘অরণ্য ভূমি প্রিয় তুমি’

তামিম হাসান

আকাশে রৌদ্রের আলো
আখিঁতে মাখানো কাজল কালো।
মাথার উপর মস্ত বড় আকাশ
নদীর বিস্তীর্ণ কল্লোলে কখনো
ঝড়ো বাতাস।
কুহেলি সরিয়ে দেখি
এক গভীর অরণ্য ভূমি
পাশে ছিলে আমার
প্রিয় তুমি।
বৃক্ষে আচ্ছাদিত বন
শিশিরে ভেজা আমার
স্বাধীন মন।
ছেড়ে যাবো না আমি
এই উপবন
যদিও থাকবো একটু একটু
করে কিছুক্ষণ।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন