উত্তরণ

শারমিন সুলতানা রুবি

চীনের উহান প্রদেশ থেকে যার উৎপত্তি,
তাই নিয়ে শুরু হল গোটা পৃথিবীতে বিপত্তি।

অদৃশ্য জীবাণুর কামড়ে মানুষ আজ পরাস্ত সৈনিক, জীবন সংগ্রামে লিপ্ত।
মহামারীর ভয়ে আতংকিত সবাই ভুক্তভোগী নিম্নমধ্যবিত্ত।

লকডাউনে ঘরবন্ধি কারো ভাগ্যের চাকা স্থির,
ধ্বংসমাঝে কেউ সৃষ্টি খুঁজে কর্মমাঝে ধীর।

যুদ্ধতো নয় তবে কেনো মরণাস্রের ভয়?
জীবাণু প্রতিরোধে কিসের এত সংশয়?

গবেষনাগার খোলে আজ মস্তিস্কের দ্বার খুলি,
মুখের বুলি না আওরিয়ে সামনে এগিয়ে চলি।

কৌশলী হয়ে বিশ্বঅর্থনীতিতে আজ যারাএগিয়ে,
শুধু হাতধুয়ে, মাস্ক পরে রবো কেনো পিছিয়ে।

আকাশচুম্বী স্বপ্ন নিয়ে পার হয়ে হিমালয় পর্বত
অবলোকন করবো সুষমাময়ী সৃষ্টির শ্রেষ্ঠ জগৎ।

হিংসা, হিংস্রতা ধ্বংস হোক, হোক বিবেক বোধন
করুনায়, করোনা ধ্বংস হোক, হোক জাতির উত্তরণ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন