Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পরাধিকার

মাজরুল ইসলাম

জীবনের ঘাটে ঘাটে ,
ভাঙা ছাদে চাড়া দিতে দিতে
মলিন বাস এড়াতে পারেনি আজও এরা।

বিভ্রান্তি সৃষ্টি করে ,
নিবন্ত প্রদীপের স্বল্প আলোতে তোমাকে
রাতভোর অনর্থক হাঁটাল।

দিকভ্রান্ত পথিক হাঁটতে হাঁটতে
এখন তার মর্মঘাতী আর্তনাদ।

নিবন্ত প্রদীপের স্বল্প আলো
আর বিভ্রান্তির তলে তলে
বাহবা কুড়িয়ে তুমি
চিরকেলে ঢ়ং-এ অভিষ্ট শিখরে পৌঁছাচ্ছ।

আর সময়ের বাঁকে বাঁকে
ওরা আর কতদিন পরাধিকারে থাকবে …!

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন