Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অবান্তর সমীকরণ

তামিম হাসান

তোমরা কেউ কি অভিমানের
দূরত্ব মেপেছো?
ভালোবাসার সাদাকালো
শুভ্র চিত্র ক্যানভাসে একেঁছো?
অবান্তর যত সমীকরণ
ভালোবাসায় শুধু কবিদের মরণ,
বিচ্ছেদের রণক্ষেত্রে পরাজয় বরণ।
শহরতলীর ট্রাম লাইনে
উন্মাদের উউড়নচণ্ডী আইনে
আমাদের গানের আসর
যেখানে সুরের তরঙ্গে জাগে বাসর।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন