মলাট

শারমিন সুলতানা রুবি

অধীর আগ্রহ আর উৎফুল্ল উদ্বেল,
বাতাসে স্বপ্নের লুকোচুরি। চকচকে গ্লসিপেপার, প্রকৃতির আবরণ, মোড়ানো আয়োজন বাহারি।

জ্ঞানীর রত্নসম্ভার এক সাথে বেঁধে
শিল্পীর সুনিপুণ পদ্যের ভাঁজ,
তৃপ্ত মন রূপ-রস-গন্ধ-স্বাদে,
দক্ষ মলাটের সুনিপুণ কাজ।

ঝড়োমেঘ, নির্মল, মুক্ত আকাশ,
সিঞ্চিত বৃক্ষেরা মেলেছে পাখা
সবুজের কানাকানি,পাখিদের মিতালি
ফলভারে অবনত শাখা-প্রশাখা।

সুদিনের পথ রুদ্ধ হিংসার অগ্নি,
বিপ্রলব্ধ সুফলের ললাট।
আজ বড় দরকার জ্ঞানের রক্ষামন্ত্র,
সংযত চিত্তের শক্ত মলাট।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন