Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সোনার বাংলাদেশ

আরিফুল ইসলাম

আমি এমন একটি দেশ চাই
আমি এমন একটি সমাজ চাই।
যে সমাজে থাকবে না কোনো
ক্ষুধায়কাতর পথশিশুর হাহাকার।

থাকবে না কোনো মা-বোনের ধর্ষণের চিৎকার,
থাকবে না কোনো গরীব -দুঃখীর বেদনার আর্তনাদ
থাকবে না সন্ত্রাস -লুটতরাজ।
থাকবে না কোনো রাষ্ট্রদ্রোহী-বোমাবাজ,
অন্যায়-অবিচার নির্যাতন দুরাচার, মিথ্যাচার প্রতারণা।
শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠীর হাতে
তার আরেক সহপাঠীকে হত্যা হবে না।

আমি এমন একটি দেশের রাষ্ট্র চাই
শিক্ষা প্রতিষ্ঠানে মা-বাবা সন্তানকে পাঠিয়ে
সন্তান ফিরে আসবে তার অনিশ্চয়তা থাকবে না।

যেখানে কোনো কপটতা নয়, হবে সদা সত্যের জয়
থাকবে মানবিক প্রেম ভালোবাসা ন্যায় সমতা।
আমি এমন একটি রাষ্ট্রের সমাজ চাই
আমি এমন একটি সোনার দেশ চাই ।
যে দেশের স্বপ্ন দেখেছিল আমার বঙ্গ পিতা
যে দেশের স্বপ্ন দেখেছিল লাখো শহীদের দল।

আমি জানি আজ অথবা কাল-
আগামী প্রজন্মে, আমার সেই স্বপ্ন পূরণ হবে।
বঙ্গ পিতার সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবে পরিণত হবে
এদেশ, এই সবুজ -শ্যামল বাংলা একদিন
বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলাদেশ হবে।

বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে-
একটি সুষ্ঠু-সুন্দর,উন্নয়নশীল স্বাধীন দেশ হিসেবে।
সেদিন সার্থক হবো,সার্থক হবে বঙ্গ পিতার আত্মত্যাগ,
সেদিন সার্থক হবে লাখো শহীদের রক্তের দান।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন