Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আত্মদ্রোহে দিকবদল কবিতা

মিজানুর রহমান তোতা

কাল্পনিক সব চরিত্রে নিখুঁত উপস্থাপন
কতটা গ্রহণযোগ্য হয় জানি না
গল্প কবিতা যখন যা মনে আসে তাই লিখি
কেউ বাহবা দেয়, কেউ করে নিন্দা
তবুও আমি লিখে চলেছি কবিতা।

নতুন চিন্তা পুরাতন ভাবনা এলামেলো
ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন
অভিঘাত অন্তর্ধান বছর পেরিয়ে যুগ যুগান্তরে
আত্মদ্রোহ না দিকবদল বাঁকের নতুন কবিতা জানি না।

অন্ধকারের অন্তরালে রহস্যঘেরা প্রেম
হয় কবিতার ভাবভাষা
ভালোবাসা বিনিময়ে ব্যাথা হয় কাহিনী প্রকাশ
মধুময় স্মৃতি আঁকড়ে লেখালেখিতে হয় কবিতা।

সমাজ সংসার প্রেম ভালোবাসা
অনন্ত কঠিন রীতি নীতি জাগ্রত বিবেকবন্দি
চোখের পানিতে বুক ভাসানো জীবন
এসব নিয়ে আবোল তাবোল লেখা কী কবিতা?

বিচিত্র পরম্পরা খন্ডচিত্রে মূল্যবোধ
স্বতঃস্ফুর্ত আন্তরিক প্রতিবাদে কৃতিত্ব উচ্ছাস নয়
দল মত ধর্ম বর্ণ আস্থা সমাজনীতি রাজনীতি কুটনীতি
বুদ্ধি বিবেকহারাদের বিরুদ্ধে দু’কথা লিখতে চাই কবিতা।

দৃষ্টিভঙ্গি থেকে দেখা নিস্তরঙ্গ সমাজ
যতসব ঘটনা অঘটনে নির্বাক নির্জিব
বুদ্ধিজীবিরা বুদ্ধি প্রতিবন্ধী
রাজনীতি নেই জনকল্যাণে
আত্মদ্রোহে রাগ ক্ষোভ গ্রাস করে অহর্নিশ
কীভাবে লিখবো কবিতা?

বাজি আর বাজিতে নির্লজ্জ পৃষ্টপোষকতা
বুদ্ধিভ্রংশ বিনাশ অন্তরে বড় ঝাঁকুনীতে হতচকিত
তবুও কী কবি হতে লিখে যাবো কবিতা?

চারপাশে জঞ্জাল অন্যায় নিয়ে লিখবো?
না শান্ত স্নিগ্ধ অনাবিল আনান্দের ধারা বইয়ে দেবো?
লিখবো কী ফুলপাখি গাছপালা প্রেম ভালোবাসা নিয়ে?
স্বপ্ন সাধ নিয়ে লেখা কবিতায় কী স্বাদ গন্ধ আছে?
এসব প্রশ্নের উত্তর খুঁজতেই মগজ থেকে বের হলো
দিকবদল এই কবিতা।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন