Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বীর শহীদ সেনা

আরিফুল ইসলাম

তাঁদের কাছেই দেনা
যাঁদের জন্য পেলাম স্বদেশ
লক্ষ শহীদ সেনা।

দেশের তরে জীবন দিলো
রক্ত ভেজা ঘাসে,
আত্মত্যাগে হলো অমর
সূর্য হয়ে হাসে।

শহীদ সেনার রক্ত কেনা
বিজয়ের ঐ নিশান,
উড়ছে দেখ নীল আকাশে
উড়ছে কোণে ঈশান।

বীর শহীদ সেনার ছবি
মনের মাঝে আছে,
তাঁদের ইতিহাস আঁকড়ে ধরে
বাংলার মানুষ বাঁচে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন