দীপ্যমান

মাজরুল ইসলাম, মুর্শিদাবাদ

(সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ )

তোমার চলে যাওয়ায়
হৃদয় জুড়ে দুঃখের সাত কাহন।

মৃত্যুটা হেঁয়ালির মতো শোনালেও
মাঝের দিনগুলো মুছে যাবে না।

পলে পলে আসে ফিরে আর
হৃদয়ের গভীরে
বটবৃক্ষের মতো ছায়া দেয় আমাকে।



তুমি কি শুধু জনপ্রিয় অভিনেতা
যার ছিল কাব্য সাধনাও ।
আমি পুলকিত হই
তোমার শৈল্পিক উৎকর্ষতায়।
প্রণাম নাও , কিংবদন্তি … !

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন