Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নির্ঘুম পথিক

মিজানুর রহমান তোতা

জীবন জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে ঘুরছি
আষঢ়ে গল্পে যতসব আজগুবী কথাবার্তা
হিমালয় ছুঁয়ে বেড়াই
আকাশে উড়ছি
আবেগের স্রোতে ভাসছি।

ইতিহাসের নানা মত পথের কাহিনী শুনছি
অবলীলায় হা করে গিলছি
পেশীশক্তির দিকবিদিক
কষ্ট সহ্য করছি, তবুও কেন যেন হাসছি।

ক্ষণিক উপভোগ্য গন্ধনির্যাস
হাবুডুবু তরঙ্গে কাঁপুনী
কোথায় চলেছে জীবিকার সন্ধান গন্তব্য নেই
নির্ঘুম পথিক সমাজদেহ খুঁজে ফিরছি
দেখা পাবো কী না ভাবছি।

নির্জনতায় একাকী বিড়বিড়
ক্লান্ত পথিক কিছু বলছে, কেউ শুনছে না
শোনার বুদ্ধি বিবেক নেই–
সবাই ছুটছি গন্তব্যে চোখ বন্ধ অন্তর্চক্ষুতে তালা।

ঘর থেকে ঘরে ফিরছি
জীবনটা বাস্তবতার নিরিখে দেখছি
বুঝে না বুঝে হাসছি খেলছি দেখছি ভাবছি।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন