শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

অন্তহীন হাতছানি

মো: আরাফাত হোসেন

তোমাকে ভালোবেসেছিলাম কুয়াশাচ্ছন্ন করুণ
শীতার্ত এক সকালে। আকাশের মায়াভরা
মনোরম চাহনিতে মুগ্ধ হয়েছিলাম একদিন।
যেথায় ধানের শিষে দোলা দেয় দখিনা সমীরণ,
ভেসে ওঠে পলকহীন পানকৌড়ির কলকাকলি।
সেথায় তোমাকে ভালোবেসেছিলাম।

চাঁদের কালিমা লেপটে সীমাহীন মাঠের কিনারে
তারকারা খেলা করে ঘাসের ছায়ায়। জোনাকির
আলোকে মুছে যায় শতবর্ষী নিদ্রার তৃষ্ণা।
পাতার করুণ ক্রন্দনধ্বনিতে কেঁপে ওঠে উপন্যাসের
অসমাপ্ত অধ্যায়। হৃদয়ের কল্পিত আকাঙ্ক্ষায়
আলোর শব্দের ন্যায় ভালোবেসেছিলাম।

অন্ধকার রাত্রির তুমুল গর্জনে, অশান্ত ধরণীর
অতৃপ্ত আর্তনাদে, অকূল দরিয়ার অন্তহীন
ক্ষুধার ন্যায় তোমাকে ভালোবেসেছিলাম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন