এরা কি মানুষ

নিজাম উদ্দিন আহমেদ

চিত্ত আছে বিত্ত নাই
বিত্ত আছে চিত্ত নাই
নিজের কাছে নিজেরাই
অসুখী তাই সর্বদাই।

হল্লা রাজার হাল ধরেছে
জ্ঞান পাপীরা সদলবলে
শুকনো ডাঙায় না’য়ে চড়ে
শুকনো কোথায় ভাসছি জলে !

সবাই জানে এ দুনিয়া
ধোঁয়ার মতো নশ্বর
ওরা বলে মূর্খ মানুষ
আমরা চির ভাস্বর।

যতোই বলো ক’দিন আর ?
বলে ওরা তারস্বরে
আসব ফিরে
বারংবার ।

নেতা মোদের এ দুনিয়া।
নেতা মোদের ঈশ্বর
নাই ভয় নাই ক্ষয়
মোরাই অবিনশ্বর।।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন