Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এরা কি মানুষ

নিজাম উদ্দিন আহমেদ

চিত্ত আছে বিত্ত নাই
বিত্ত আছে চিত্ত নাই
নিজের কাছে নিজেরাই
অসুখী তাই সর্বদাই।

হল্লা রাজার হাল ধরেছে
জ্ঞান পাপীরা সদলবলে
শুকনো ডাঙায় না’য়ে চড়ে
শুকনো কোথায় ভাসছি জলে !

সবাই জানে এ দুনিয়া
ধোঁয়ার মতো নশ্বর
ওরা বলে মূর্খ মানুষ
আমরা চির ভাস্বর।

যতোই বলো ক’দিন আর ?
বলে ওরা তারস্বরে
আসব ফিরে
বারংবার ।

নেতা মোদের এ দুনিয়া।
নেতা মোদের ঈশ্বর
নাই ভয় নাই ক্ষয়
মোরাই অবিনশ্বর।।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন