শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মাছ শিকার

মো: আরাফাত হোসেন

বৃষ্টির দিনে পুকুর পাড়ে
মাছের আনাগোনা,
বঁড়শি দিয়ে মাছ ধরিবে
ছোট্ট খোকন সোনা।

মলা-ঢেলা তেলাপিয়া
মাছের নেইকো শেষ,
মাছ ধরিতে খোকন সোনার
লাগছে ভারি বেশ।

হঠাৎ করে বৃষ্টি নামে
ঝুম্ ঝুমাঝুম্ ঝুম্,
মাছেরা সব মাদল বাজায়
ধুম্ ধুমাধুম্ ধুম্।

পুকুর মাঝে মাছের রাজা
বসায় মাছের মেলা,
তাইতো সোনার মাছ ওঠে না
গড়িয়ে যায় বেলা।

শেষ বিকেলে খালি হাতে
খোকন ফিরে বাড়ি,
মাছ শিকারের স্বপ্ন তাহার
গেছে আপন ছাড়ি।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন