শিশির ভেজা ঘাসের দেশে
মুক্ত মনে হেসে,
তেপান্তরের মাঠে মাঠে
বেড়াই আমি ভেসে।
ছোট্ট সজীব ঘাসের রূপে
দুচোখ ভরে যায়,
সবুজ শ্যামল ঘাসের এমন
রূপ যে কোথাও নাই।
ঘাসের উপর বিন্দু বিন্দু
জল জমেছে তাই,
অপূর্ব এক রূপের লীলা
দেখি সেথায় হায়।
মনটা যে চাই থাকতে হেথায়
কীটপতঙ্গ হয়ে,
ঘাসের রূপ ওই মুগ্ধ চোখে
দেখবো চেয়ে চেয়ে।
খুলনা গেজেট/এনএম