পাখির সভা

মো: আরাফাত হোসেন

বনের মাঝে গাছে গাছে
চলে পাখির সভা,
কিচির-মিচির শব্দে যে তাই
ফুটে ওঠে আভা।

দোয়েল-কোয়েল-ময়না-টিয়া
সবার গানে হায়,
পাখির রাজা ফিঙের যে তাই
হৃদয় ভরে যায়।

কোকিল পাখি বনের কোণে
মধুর সুরে গায়,
মন মাতানো এমন সুর আর
জগৎ মাঝে নাই।

বনে বনে পাখির সভা
বসে নিত্য দিনে,
কাচির-মিচির গানে গানে
দোলা লাগে মনে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন