Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

সাক্ষী পৃথিবী

মোঃ রহমত আলী

পৃথিবী তুমি কি দেখেছো ?
এবার কি প্রমাণ পেয়েছো ?
কারা মানবিক আর কারা অমানবিক!
যাঁরা মুখেই শুধু মানবতার কথা বলে,
তাঁরাই আবার ধোঁকা দিয়ে অনায়াসে
অমানবিক রূপে.. মানবতা হনন করে।

পৃথিবী তুমি কি জানো !
না-হয় এবার জেনে নাও..
মানুষ হত্যায় শ্রেষ্ঠ.. কে বা কারা ?
যাঁরা মানবতার গান গায় দিবারাতি ;
যাঁরা দাবি করে আমরা’ই সভ্য মানবতাবাদী।
তাহলে প্রশ্ন তাঁরা আসলে কোন জাতি !

পৃথিবী তুমি কি শুনেছো ?
মৃতদেহগুলোর করুণ চিৎকার,
যা প্রমাণ ; নিরীহ মানুষ হত্যাকারী.. কে !
তবে আজ চিনে রাখো, শুনে আর্তনাদ ;
তাঁরা’ই বিশ্বের বুকে একমাত্র মহা-সন্ত্রাস,
যাঁরা ঠান্ডা মাথায় মানুষ মেরে গুনে রাখে লাশ।

পৃথিবী তুমি কি দেখো-না ?
তবে দেখে-শুনে লিখে রাখো ইতিহাস ;
তাঁরা কারা.. যাঁরা শান্তির জমিনে
অশান্তির লীলায় মেতে ধ্বংস আনিতে চায়।
আবার একদল তাঁরাও আছে বীর ;
যাঁরা মাটি আর হক-দ্বীনের তরে হয়ে শহীদ।

হে পৃথিবীর বাসিন্দা তোমরা’ই সাক্ষী
অতঃপর.. সময়ে দিয়ো সত্য সাক্ষ্য।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন